কেজিএফ সুপারস্টার ইয়াসের এই নতুন লুকটি অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট এর বিয়েতে প্রথম দেখা যায়। ইয়াসের এই নতুন লুক দেখে তার ফ্যানেরা তো পুরো অবাক, তাকে এই লুক এ হিরোর বদলে ভিলেন লাগছে। আগের তুলনায় গোঁফটা আরো বাড়িয়েছে কিন্তু দাড়িটা আবার অল্প কেটেছে, এই লুক এ ইয়াসকে পুরো রাবণের মতো লাগছিল। কিন্তু এবার প্রশ্ন হল এই লুক কিসের জন্য?
নিতেশ তিওয়ারি র রামায়ণ মুভিতে রামের ভূমিকাই থাকছে রানবির কাপুর, সীতার ভূমিকায় রয়েছে সাই পল্লবী। তবে রাবণের ভূমিকায় কে থাকবে তা এখনো সঠিকভাবে জানা যায়নি, গুঞ্জন রয়েছে ইয়াস কে রাবণের ভূমিকায় চাই নিতেশ তিওয়ারি। আর ইয়াস এই ব্যাপারে এখনো মুখ খুলেন, হয়তো বা সে রাবণের চরিত্রে অভিনয়ের জন্য রাজি হয়ে গেছে আর সেই জন্যই এই লুক।
আর তাছাড়া এও হতে পারে ইয়াসের আপকামিং মুভি টক্সিক বা কেজিএফ থ্রি র জন্য ও এই লুক হতে পারে। এই ব্যাপারে ইয়াস এখনো কোনো কিছু কনফার্ম করেনি। তবে ফ্যানেদের ধারণা ইয়াসের এই লুক নিতেশ তিওয়ারি র রামায়ণ মুভির জন্যই।