Malti Web series: বাড়ির কর্তা ও তার ছেলে যখন একটি কাজের মেয়ের প্রেমে পড়ে, একা দেখুন

বর্তমানে এডাল্ট ওয়েব সিরিজের দুনিয়ায় উল্লু একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। বেশ কিছুদিন আগে উল্লুতে একটি নতুন ওয়েব সিরিজ রিলিজ করা হয়েছে যেখানে দেখানো হয়েছে একটি কাজের মেয়ে কিভাবে বাড়ির কর্তা, তার ছেলে ও তার মেয়েকে নিজের বসে করে। ওয়েব সিরিজটির নাম হল Malti


ওয়েব সিরিজটির শুরুতেই একটা বাড়ি দেখানো হয় যেখানে একটি কাজের মেয়ের দরকার হয়। তাই বাড়ির কর্তা গ্রামের একজন কে কাজের মেয়ে দেখতে বলে। তার পরের দিনই একটা খুব হট ও সেক্সি কাজের মেয়ে তাদের বাড়িতে আসে। তাকে দেখে বাড়ির কর্তা ও তার ছেলের মন খুশিতে ভরে যায়। আর তারা মনে মনে ওই কাজের মেয়েটার সাথে ঘপাঘপ করার কথা ভাবে। আর ওই কাজের মেয়েটি নিজের শরীর দেখিয়ে দেখিয়ে কাজ করতো।

malti web series
Image Source: Pinterest

আর তারপর একদিন কোন এক কাজে তার বউ বাড়ির বাইরে যায় তখন বাড়িতে শুধুমাত্র কর্তা ও কাজের মেয়েটি ছিল। কর্তা মনে মনে ভাবে যে আর যা করে হোক এর সাথে ঘপাঘপ করতে হবে। কিন্তু তার ঠিক উল্টোটাই হয় ওই কাজের মেয়েটিই তার সাথে ঘপাঘপ করতে আসে। তারপর তারা দুজনে মিলে খুব মজা করে।

তারপর একদিন সুযোগ বুঝে ওই কাজের মেয়েটি কর্তা র ছেলের সাথে ও ঘনিষ্ঠ হয়। কিন্তু সে এমনটা করছে কেন তা জানতে হলে আপনাকে উল্লুর Malti ওয়েব সিরিজটি দেখতে হবে। ওয়েব সিরিজটিতে প্রধান চরিত্রে রয়েছে Bharti Jha, Rajsi Verma, Ruks Khandagale প্রমূখরা।

আরে এরকমই ওয়েব সিরিজ ও মুভির আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি টিপে অন করে রাখুন।

Leave a Comment