আজকের এই ব্লক পোস্টটিতে আমি আপনাদের কাছে এমন পাঁচটি মুভির কথা শেয়ার করব যা দেখলে আপনি নিজেকে আটকে রাখতে পারবেন না। আর হ্যাঁ প্রতিটি মুভি প্রাপ্ত বয়স্কদের জন্য।
বি: দ্র: বাচ্চাদের কাছে ভুল করেও এই মুভিগুলি দেখবেন না।
5. Wild Things :
এই মুভিটির Cast হল Neve Campbell, Matt Dillon, Denise Richards প্রমূখ রা। মুভিটিতে দুই জন ছাত্রীর সঙ্গে তাদের টিচার এর এমন কিছু Bold Scenes রয়েছে যা আপনার রাতের ঘুম কেড়ে নেবে। মুভিটি আপনি jio TV, Amazon Prime ও Netflix এ দেখতে পাবেন।
4. Malèna :
এই মুভিটির কোন না কোন সিন আপনি কোথাও না কোথাও নিশ্চয়ই দেখেছেন। মুভিটিতে এক সুন্দর দেখতে মহিলা একটি শহরে বসবাস করত। তার স্বামী যুদ্ধে আর্মিতে গিয়েছিল কিন্তু সে এখনো ফেরেনি। আর সুন্দর দেখতে মহিলার প্রতি শহরের সব পুরুষেরা মুগ্ধ ছিল। এমনকি বাচ্চারাও তাকে দেখার জন্য লাইন ধরে বসে থাকতো।
তার মধ্যে একটি বাচ্চা তাকে নানা রকম নোংরা ভাবে কল্পনা করে যা এই মুভিটিতে এমনভাবে দেখানো হয়েছে। যা দেখার পর আপনি নিজেকে আটকে রাখতে পারবেন না। এই মুভিটি আপনি Amazon Prime এ দেখতে পারবেন।
3. Knock Knock :
মুভিটি শুরুতে এক Husband তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকতো। একদিন তার স্ত্রী তার দুই সন্তানকে নিয়ে কোথাও ঘুরতে চলে যায়। আর বাড়িতে Husband একাই ছিল তারপর রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল তখন দুটি মেয়ে তার বাড়িতে আসে। তারা বলে যে তারা ঠিকানা হারিয়ে ফেলেছে তাই জন্য তারা ভুল করে এখানে চলে এসেছে। লোকটি মেয়ে দুটোকে বাড়িতে থাকতে দেয়। আর তারপরই শুরু হয় মেয়ে দুটির সেই নগ্ন সিন। যা আপনার রাতের ঘুম কেড়ে নেবে। আর এই মুভিটি আপনি Amazon Prime এ দেখতে পারবেন।
2. Poison Ivy: The New Seduction :
মুভিটিতে এক ধনী লোক তার মেয়ের সঙ্গে থাকতো। আর তারপর একদিন অসাধারণ দেখতে একটি মেয়ে তাদের বাড়িতে আসে। আর বলে তাদের বাড়িতে অনেকদিন আগে একটা কাজের মেয়ে কাজ করতো আর সে তার মেয়ে। সে কিছুদিন তাদের বাড়িতে থাকতে চাই। তারপর ধনী লোকের মেয়েটি তাকে থাকতে দেয়।
আর তারপর মুভিটিতে ধনী লোকটির সঙ্গে ওই সুন্দর দেখতে মেয়েটির এমন কিছু বোল্ড সিন রয়েছে যা দেখলে আপনি নিজেকে আটকে রাখতে পারবেন না।
1.Poison Ivy :
Poison ivy মুভিটি 1992 সালে রিলিজ হয়। এই মুভিটির cast এ ছিল Drew Barrymore, Tom Skerritt, Sara Gilbert প্রমূখ রা।
Explained :
মুভিটিতে একজন নিউজ রিপোর্টিং ধনী লোক তার অসুস্থ স্ত্রীকে নিয়ে থাকতো। তার একটা মেয়ে ছিল। মেয়েটি কলেজে খুব সুন্দর দেখতে একটা মেয়ের সঙ্গে বন্ধুত্ব হয়। হোস্টেলে আর জায়গা না থাকার জন্য সেই ধনী লোকের মেয়েটি ওই সুন্দর দেখতে মেয়েটিকে তাদের বাড়িতে থাকতে দেয়। আর তারপর ওই সুন্দর দেখতে মেয়েটির সঙ্গে তার বাবার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়।
যা এই মুভিটিতে খুবই Bold ভাবে দেখানো হয়েছে। আপনি এই মুভিটি একবার দেখলে বারবার দেখতে চাইবেন।