ভারতীয় অভিনেত্রী Tabu কে দেখা যাবে হলিউড মুভি ‘Dune’ এ

Actress Tabu পেল হলিউডের বড় মুভির অফার। Dune সিরিজের প্রিকুয়াল “Dune: Prophecy” তে ভারতীয় অভিনেত্রী Tabu কে দেখা যাবে Sister Francesca র রোলে।

Image source: TV Series Finale

এটা হলিউডের মিডিয়া Variety নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে শেয়ার করেছে। আরে এটা অভিনেত্রী Tabu র প্রথম হলিউড মুভি হতে চলেছে। আর সেটাও আবার Dune এর মত Franchise তে।

Image source: MovieWeb

তবে Tabu এ ব্যাপারে এখনো কোন কিছু জানাই নি। হয়তো, First Look বা Teaser জাতীয় কিছু দেখিয়ে সবাইকে চমক দিতে চাইছে।

Dune এর প্রিকুয়ালের নাম হবে Dune: The Sisterhood. আর এটা Sisterhood নামক TV series থেকে অনুপ্রাণিত হয়েছে বলে জানা যাচ্ছে।

Image source: TV Series Finale

আর এটা Dune Universe এর প্রধান ক্যারেক্টার Paul Atreides এর মারা যাওয়ার দশ হাজার বছর আগের ঘটনার ওপর বাড়ানো হয়েছে। Dune: The Sisterhood এর ট্রেলার Max এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ করা হয়েছে কিন্তু সেখানে Tabu কে দেখানো হয়নি।

Image source: Nerdist

কিন্তু এই ট্রেলার এর শেষ ডায়লগটি Tabbu র বলে মনে হচ্ছে।

Leave a Comment