Swastika Mukherjee’s Top 3 Web Series: যা নির্লজ্জের চরম সীমাই পৌঁছে গেছে

বাংলা ইন্ডাস্ট্রির একটি জনপ্রিয় তারকা হলেন স্বস্তিকা মুখার্জি। স্বস্তিকা মুখার্জি বহু সিনেমা ও ওয়েব সিরিজে বিভিন্ন চরিত্রে কাজ করেছেন। আজকের এই আর্টিকেলটিতে স্বস্তিকা মুখার্জির এমন তিনটি ওয়েব সিরিজ ের কথা বলব যা দেখলে আপনি নিজেকে আটকে রাখতে পারবেন না।

Image Source: Sangbad Pratidin

আর হ্যাঁ প্রতিটি ওয়েব সিরিজ ই সম্পূর্ণ প্রাপ্ত বয়স্কদের জন্য। ভুল করেও বাড়ির সবার সামনে এই ওয়েব সিরিজ গুলি দেখবেন না।

3. Dupur Thakurpo (2018) :

Image Source: Hoichoi

দুপুর ঠাকুরপো ওয়েব সিরিজে স্বস্তিকা মুখার্জি এক হট বৌদির ভূমিকায় রয়েছেন। তার এক বয়স্ক লোকের সঙ্গে বিয়ে হয় এবং ওই বয়স্ক লোকের বাড়ির ঠাকুরপো দের সঙ্গে স্বস্তিকা মুখার্জির হট ও খোলামেলা মজার দৃশ্য রয়েছে। যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে বাধ্য। ওয়েব সিরিজটি আপনি Hoichoi এর ott প্লাটফর্মে দেখতে পাবেন।

2. Mohmaya :

Image Source: IMDb

এই ওয়েব সিরিজটি একটু ভিন্ন গল্পের। এই সিরিজে স্বস্তিকা মুখার্জী এক গৃহবধুর ভূমিকায় রয়েছেন। তাদের দাম্পত্য জীবন ভালোই কাটছিল কিন্তু তখনই এক Physchio ছেলে তাদের বাড়িতে থাকতে আসে । আর তারপরেই তাদের জীবন পুরো বদলে যায়। ওয়েব সিরিজটিতে ওই পাগল ছেলের সঙ্গে স্বস্তিকা মুখার্জির কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। এই ওয়েব সিরিজটি আপনি Hoichoi এর ott প্লাটফর্মে দেখতে পাবেন।

1. Charitraheen 3 :

Image Source: IMDb


চরিত্রহীনের আগের season গুলির মত এই সিজনেও অনেক ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। Charitraheen 3 ওয়েব সিরিজের প্রধান চরিত্রে রয়েছে সৌরভ, স্বস্তিকা, নয়না, মমতাজ প্রমুখরা। এই সিরিজে স্বস্তিকা মুখার্জির সঙ্গে সৌরভের এমন কিছু খোলামেলা দৃশ্য রয়েছে যা দেখলে আপনি নিজেকে আটকে রাখতে পারবেন না। এই ওয়েব সিরিজটি আপনি Hoichoi app এ দেখতে পারবেন।

1 thought on “Swastika Mukherjee’s Top 3 Web Series: যা নির্লজ্জের চরম সীমাই পৌঁছে গেছে”

  1. Was just browsing the site and was impressed the layout. Nicely design and great user experience. Just had to drop a message, have a great day! d7sda78sq

    Reply

Leave a Comment