Stree 2 Akshay kumar cameo :
স্ত্রী ২ এর ট্রেলার টি যখন থেকে ইউটিউবে রিলিজ করা হয়েছে তখন থেকে সবার মনে একটাই প্রশ্ন সত্যিই কি অক্ষয় কুমারের ক্যামিও থাকতে চলেছে স্ত্রী ২ তে। বলে রাখি, স্ত্রী ২ মুভিটি ১৫ই আগস্ট থিয়েটারে মুক্তি পাবে। আর তার সঙ্গে অক্ষয় কুমারের “খেল খেল মে” ও ১৫ ই আগস্ট থিয়েটারে রিলিজ হবে। আর এটি হয়তো প্রথমবার হবে যে কোন অভিনেতার দুটি সিনেমা একই সঙ্গে একই ডেটে রিলিজ হচ্ছে। তবে স্ত্রী ২ তে অক্ষয় কুমারকে প্রধান চরিত্রে দেখা যাবে না, তার একটি ক্যামিও থাকবে।
অনুমান করা যাচ্ছে যে, স্ত্রী ২ তে তাকে সার কাটা ভুতের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। অমর কৌশিক পরিচালিত, স্ত্রী ২ হল একটি আসন্ন হরর-কমেডি। যেখানে শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক ব্যানার্জি এবং অপশক্তি খুরানা প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। মুভিটি ১৫ ই আগস্ট থিয়েটারে মুক্তি পাচ্ছে।