RRR এর পর এস এস রাজামৌলি মহেশবাবুর সঙ্গে একটা জঙ্গল অ্যাডভেঞ্চার মুভি বানাবে এ খবর তো প্রায় সকলেরই জানা। কিন্তু কাল মিডিয়া থেকে জানা গেছে যে ওই মুভিটিতে ভিলেনের চরিত্রে Prithviraj Sukumaran কে সাইন করার সিদ্ধান্ত নিয়েছে এস এস রাজামৌলি। এছাড়াও মুভিটির কাস্টিং এখনো চলছে, তবে মুভির রাইটার V. Vijayendra Prasad জানাই মুভির ক্যারেক্টার গুলি রামায়ণ এর ক্যারেক্টারগুলি থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে।
মুভিটি একটা জঙ্গল অ্যাডভেঞ্চার মুভি হবে, যেখানে মহেশ বাবুর ক্যারেক্টার হানুমানজির ক্যারেক্টার থেকে অনুপ্রেরণা নেওয়া হবে। আর এর জন্য একটা আসল জঙ্গলে মুভিটি শুট করা হবে, তাই মুভিটিতে রামায়ণের অনেক সিন ও থাকতে পারে। আর এও জানা গেছে যে মুভিটা শুধুমাত্র হিরো আর ভিলেন এর মুভির মত হবে না, মুভিটা আলাদা এক ধরনের মুভি হবে। মুভিটির শুটিং এবছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে শুরু হবে।
মুভিটিতে অনেক হলিউড অভিনেতারাও থাকবে বলে জানা গেছে। আর এই মুভিটি ভারতীয় সিনেমার সব থেকে বড় মুভি হবে, মুভিটির বাজেট 1000 কোটিও হতে পারে।
আর এরকমই মুভি এবং ওয়েব সিরিজের নিউজ ও আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখুন।