সন্দীপ রেড্ডি ভাঙ্গা র সঙ্গে প্রভাসের একটা নতুন মুভি আসছে যার নাম “স্পিরিট”। এটি প্রভাসের ২৫ তম মুভি হতে চলেছে। আর এই “স্পিরিট” মুভি থেকে একটা বড় খবর সামনে এসেছে, তা হল সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার এই মুভিতে কোরিয়ান সুপারস্টার Ma Dong-seok কে ভিলেনের চরিত্রে রাখতে চাই। Ma Dong-seok কে এর আগে আপনারা বহু পরিচিত মুভিতে দেখেছেন যেমন- Eternals, The Outlaws, Train to Busan প্রভৃতি।
আর এই মুভিটি হিন্দি, তেলেগু, তামিল, কানাড়া, মালায়ালাম এর সাথে চাইনিজ, কোরিয়ান, জাপানিজ ভাষাতেও ডাবিং করা হবে। এর সাথে মুভিটিতে আরো অনেক সাউথ কোরিয়ান অভিনেতা-অভিনেত্রী এবং সাউথ কোরিয়ান স্টেন্ড কোরিওগ্রাফার ও থাকবে। আর এটা প্রথম বার নয় এর আগেও অনেক ভারতীয় মুভিতে হলিউড অভিনেতারা কাজ করেছিল তবে তার মধ্যে একটা মুভিও হিট হয়নি। তবে এবারে সন্দীপ রেড্ডি ভাঙ্গা Ma Dong-seok কে প্রধান ভিলেনের চরিত্রে রেখেছে।
তাছাড়া Animal দেখার পর তো মনে হচ্ছে যে, সন্দীপ রেড্ডি ভাঙ্গা যেই মুভি ই বানাক না কেন সেটা বক্স অফিসে রেকর্ড তো ভাঙবেই। তবে স্পিরিট মুভিটিতে Ma Dong-seok থাকলে মুভিটি ভারত ছাড়াও চীন, জাপান, কোরিয়া থেকেও ভালো টাকা কামাবে।