Pushpa 2 Postponed: কারণ জানলে অবাক হবেন!

Pushpa ফ্যানদের জন্য একটা দুঃখের খবর রয়েছে, পুষ্পা টু মুভিটি Postponed হয়ে গেছে। মুভিটি 15 August থিয়েটারের রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু এখন সেটা আর ১৫ ই আগস্ট থিয়েটারের রিলিজ হবে না।

Image Source: India Today

এর কারণ জানতে চাইলে পুষ্পা র মেকাররা জানাই, Pushpa 2 মুভিটি র শুটিং ও পোস্ট প্রডাকশনের কাজ এখনো কমপ্লিট হয়নি। এই কারণ শুনে অনেকেই অবাক হয়েছেন কারণ যেখানে পুষ্পা টুর ট্রিজার অনেকদিন আগেই রিলিজ করা হয়েছে, সেখানে এই মুভির শুটিং এখনো কিভাবে বাকি থাকতে পারে।

Image Source: YouTube

তবে বলে রাখি এই Postponed এর খবরটা মেকাররা কিন্তু অফিসিয়ালি ভাবে এখনো জানায়নি। আবার এটাও জানা গেছে যে, Pushpa 2 র বদলে অক্ষয় কুমারের Khel Khel Mein 15 August থিয়েটারে রিলিজ হবে।

Image Source: India Today

তবে পুষ্পা টু মুভিটি যখনি রিলিজ হোক না কেন সবাই মিলে থিয়েটারে ভিড় করবে।

Leave a Comment