panchayat season 3
দেশে ভোটের গরমে এবার amazon prime নিয়ে আসলো Panchayat এর Season 3।
যার ট্রেলার কাল প্রাইম ভিডিওর youtube চ্যানেলে রিলিজ করা হয়েছে। ট্রেলার টা দেখে খুবই ভালো লাগলো কারণ ২ মিনিট ৩৪ সেকেন্ডের এই ট্রেলার টা দেখে বোঝা গেল যে কিভাবে রাজনীতি বুলেরা গায়ে নিজের ক্ষমতা দেখাচ্ছে আর এবার ভোট ও কাছাকাছি চলে এসেছে।
তো Bhushan বিধায়কের সঙ্গে মিলে কিভাবে প্রধান কে সিট থেকে হাটিয়ে নিজের সরকার বানাবে তা এই নতুন season এ দেখানো হবে। আর এই season এ আগের সিজেনের অনেক ক্যামিও রয়েছে।
কিন্তু এর ট্রেলার টি এতটাই ইন্টারেস্টিং যে আপনি একবার দেখলে বারবার দেখতে চাইবেন। আর তার সঙ্গে রয়েছে সেই ডায়লগটি “Dekh raha hai binod?”। আর আগের season এর মতই এবারের season এও রয়েছে অনেক emotional scene। যা আপনার মন জিতে নেবে।
এছাড়াও Jitendra Kumar, Raghubir Yadav, Neena Gupta র মত প্রমুখো অভিনেতারা তো থাকছেই।