কেমন ছিল Mirzapur Season 3 Trailer? বিস্তারিত পর্বণ

তো আজ (20 Jun) রিলিজ হলো Mirzapur season 3 trailer, কেমন ছিল ট্রেলারটা? চলুন বিস্তারিত জানাই আপনাদের,

Mirzapur Season 3 Trailer

দেখুন মির্জাপুর সিজন ৩ র ট্রিজার টাই এত ভালো ছিল যে ট্রেলার টা ভালো হবে তা তো আমাদের জানাই ছিল। এই ট্রেলারে প্রতিটি ক্যারেক্টার এর মধ্যে এতটাই এনার্জি ছিল যে মনে হবে আপনি পুরো মুভিটাই দেখছেন।

Image Source: Bollywood Hungama

এছাড়াও এই ট্রেলার এ নতুন কিছু ক্যারেক্টারও দেখা গেছে। তাদের রোল কি হবে তা তো সিরিজটা দেখলেই বোঝা যাবে।

Image Source: Cashify

কিন্তু এই সিজনের জন্য লোক যেভাবে অপেক্ষা করছে সেই হিসেবে এই টেলার টা তো একদম সঠিকভাবে বানানো হয়েছে। আর এই টেলারের লাস্ট কিছু সেকেন্ড বাপরে বাপ কি বলব আপনাদের, যেখানে এন্ট্রি হয় কালীন ভাইয়া র অর্থাৎ পংকজ ত্রিপাঠি র ।

Image Source: India Times

পুরো ট্রেলার একদিকে আর এই এন্টি আরেকদিকে। পংকজ ত্রিপাঠি র আওয়াজ আর ভোকাল আবার আসতে চলেছে, সেইসঙ্গে Brutality ও Nudity ও রয়েছে। অর্থাৎ সিরিজটি সম্পন্ন অ্যাডাল্ট দের জন্য। কে আবার রাজ করতে চলেছে মির্জাপুরে তারি অপেক্ষায় রয়েছে সবাই।

Image Source: Hindustan Times

আর যদি সিরিজে মুন্না ভাইয়ার কোন ক্যামিও থাকে তাহলে তো আর কোন কথাই নেই। সিরিজ টি Amazon Prime এ 5 July আসতে চলেছে, ভুল করেও মিস করবেন না যেন।

Leave a Comment