মার্ভেলের জনপ্রিয় এই দুই অভিনেতার প্রিয় ক্রিকেটার ও প্রিয় অভিনেতা কে জানেন?

26 এ July মার্ভেলের সব থেকে জনপ্রিয় এবং অপেক্ষাকৃত মুভি Deadpool & Wolverine সিনেমা হলে আসতে চলেছে। তাই এই মুভির ভারতে প্রমোশনের জন্য Marvel India র ইনস্টাগ্রামে দুটি ভিডিও আপলোড করা হয়। যেখানে দেখা যাচ্ছে, একজন ইনফ্লুয়েন্সার প্রথমে Wolverine অর্থাৎ Hugh Jackman কে প্রশ্ন করে যে, তোমার প্রিয় ইন্ডিয়ান ক্রিকেটার কে? তখন সে বলে right now Rohit, অর্থাৎ রোহিত শর্মা। আর সে এও বলে, He was a beast. বলে রাখি, Hugh Jackman কিন্তু ক্রিকেটের প্রচুর বড় ফ্যান আর সে ভালো ক্রিকেটও খেলতে পারে।

Marvel India’s Instagram

এবার আরেকজন ইনফ্লুয়েন্সার Deadpool অর্থাৎ Ryan Reynolds কে প্রশ্ন করে, তুমি কোন বলিউড অভিনেতার সঙ্গে কাজ করতে চাও? তখন Ryan Reynolds বলে যে, Ranveer Singh is amazing. সে এও বলে যে, রণবীর সিং হিন্দিতে Deadpool এর ভয়েস ওভার করেছে কিন্তু সে খুবই ফানি আর সে Amazing.

Marvel India’s Instagram

Leave a Comment