২০২৪ এর সবথেকে অ্যাকশন ও থ্রিলার মুভি কিল বক্স অফিসে ভালোই কামাচ্ছে। মুভিটিতে প্রধান চরিত্রে রয়েছে Lakshya, Raghav Juyal, Ashish Vidyarthi, Tanya Maniktala প্রমুখরা। মুভিটি ৫ই জুলাই থিয়েটারে রিলিজ করা হয়েছে, সেই সময় প্রভাসের কল্কি থিয়েটারে নতুন রেকর্ড বানাচ্ছিল। তবুও মুভিটি কিন্তু কামায়ের দিক থেকে থেমে থাকে নি। কিল মুভিটির বাজেট ছিল সব মিলিয়ে ২৫ কোটি টাকা।
কিল মুভিটির ৭ দিনের বক্স অফিস কালেকশন :
প্রথম দিনে মুভিটির ভারতের নেট কালেকশন ₹ 1.25 কোটি টাকা।
দ্বিতীয় দিনে মুভিটির ভারতের নেট কালেকশন ₹ 2.15 কোটি টাকা।
তৃতীয় দিনে মুভিটির ভারতের নেট কালেকশন ₹ 2.7 কোটি টাকা।
চতুর্থ দিনে মুভিটির ভারতের নেট কালেকশন ₹ 1.3 কোটি টাকা।
পঞ্চম দিনে মুভিটির ভারতের নেট কালেকশন ₹ 1.35 কোটি টাকা।
ষষ্ঠ দিনে মুভিটির ভারতের নেট কালেকশন ₹ 1.2 কোটি টাকা।
সপ্তম দিনে মুভিটির ভারতের নেট কালেকশন ₹ 1.21 কোটি টাকা।
মুভিটির মোট ভারতে নেট কালেকশন ₹ 11.20 কোটি এবং বিশ্বব্যাপী কালেকশন ₹ 19.65 কোটি টাকা। এছাড়াও বলে রাখি যে, হলিউডের জন উইক এর মুভি প্রোডাকশন এই মুভিটি কে রিমেক বানাবে বলে গুঞ্জন রয়েছে।