নাগ অশ্বিন পরিচালিত কল্কি ২৮৯৮ এডি বক্স অফিসে এখন রেকর্ডের পর রেকর্ড গড়ছে। প্রভাস, অমিতাভ বচ্চন, কামাল হাসান ও দীপিকা পাড়ুকোন অভিনীত কল্কি ২৮৯৮ এডি মুভিটি ওয়ার্ল্ড ওয়াইড ১০০০ কোটির ক্লাবে চলে এসেছে। মুভিটির অসাধারণ ভিএফএক্স ও সিজিআই সবার মন তো কেড়ে নিয়েছে, এছাড়াও অভিনেতাদের অসাধারণ এক্টিংও থিয়েটারে দর্শকদের আনতে বাধ্য করেছে। কল্কি মুভিটির টোটাল বাজেট ছিল ৬০০ কোটি টাকা, যেটা আদিপুরুষের থেকেও কম। তাহলে এবার কোন অভিনেতা কত টাকা নিয়েছে তা জানাবো আপনাদের –
প্রভাস কল্কি মুভিতে Bhairava র ক্যারেক্টার প্লে করার জন্য নিয়েছে ৮০ কোটি টাকা।
অমিতাভ বচ্চন মুভিটিতে Ashwatthama র ক্যারেক্টার প্লে করার জন্য মাত্র ১৮ কোটি টাকা নিয়েছে।
দীপিকা পাড়ুকোন মুভিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে, সে নিয়েছে ২০ কোটি টাকা।
কামাল হাসান কল্কি মুভিটিতে ভিলেনের চরিত্রে রয়েছে, তিনি এই চরিত্রটি করার জন্য ২০ কোটি টাকা নিয়েছে।
দিশা পাটানি মুভিটিতে খুবই ছোট একটি চরিত্র রয়েছে, সে এই চরিত্রটি করার জন্য ২ কোটি টাকা নিয়েছে।