তো কল্কি ২৮৯৪ এডি সিনেমাটির দ্বিতীয় ট্রেলার ও ইউটিউবে রিলিজ করা হয়েছে।
ট্রেলারটি দেখে সবাই প্রশংসায় পঞ্চমুখ। এবার এই মুভি থেকে আর একটা বড় খবর সামনে এলো তা হলো কল্কি র বুজ্জি ক্যারেক্টারটির হিন্দি ডাবিং করবে বলিউডের খুবই পরিচিত এক অভিনেত্রী।
সেই অভিনেত্রীর সঙ্গে প্রভাসের একটা মুভিও আছে এবং অভিনেত্রীর সঙ্গে প্রভাসের বন্ধুত্বপূর্ণ সম্পর্কও রয়েছে। এই অভিনেত্রী আর কেউ নয় তিনি হলেন বলিউডের বিখ্যাত খলনায়কের মেয়ে শ্রদ্ধা কাপুর।
হ্যাঁ ঠিকই দেখছেন, শ্রদ্ধা কাপুর কল্কি র বুজ্জি ক্যারেক্টারটির হিন্দি ডাবিং করবে। এছাড়াও শ্রদ্ধা কাপুরের আওয়াজও কিন্তু খুবই ভালো এবং সে বিভিন্ন আওয়াজ ও কিন্তু নকল করতে পারে। তাই শ্রদ্ধা কাপুরের আওয়াজ বুজ্জি ক্যারেক্টারে কিন্তু দারুণ মানাবে।
আর এটাও মাথায় রাখতে হবে শ্রদ্ধা কাপুরও কিন্তু ইনডাইরেক্টলি কল্কি মুভির পার্ট হয়ে গেল। আর এটা হয়তো সম্ভব হয়েছে প্রভাস ও শ্রদ্ধা কাপুরের ‘শাহ’ মুভিটির জন্য।