নাগ অশ্বিন পরিচালিত কল্কি ২৮৯৮ এডি বক্স অফিসে এখন তাবাহী বাজাচ্ছে। প্রভাস, অমিতাভ বচ্চন, কামাল হাসান ও দীপিকা পাড়ুকোন অভিনীত কল্কি ২৮৯৮ এডি মুভিটি এখনো পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড ৭০০ কোটি টাকা কামিয়েছে। এছাড়াও অনেক মুভির রেকর্ড ও ভেঙ্গে চুরমার করে দিয়েছে। যার মধ্যে শাহরুখ খানের জাওয়ান এর রেকর্ড ও ভেঙে দিয়েছে।
শাহরুখ খানের জাওয়ান ৪ দিনের মধ্যে ৫২০ কোটি টাকা কামিয়েছিল, সেই জায়গায় প্রভাসের কল্কি ২৮৯৮ এডি ৪ দিনের মধ্যে ৫৫৫ কোটি টাকা কামিয়েছে। আর শুধুমাত্র তাই নয়, Book My Show তেও কল্কি ২৮৯৮ এডি মুভিটি একটা রেকর্ড বানিয়েছে, মুভিটি এক ঘণ্টার মধ্যে সবথেকে বেশি টিকিট বিক্রি হওয়া মুভিতে পরিণত হয়েছে। শাহরুখ খানের জাওয়ান মুভিটির এক ঘণ্টার মধ্যে ৮৬ হাজার টিকিট বিক্রি হয়েছিল কিন্তু এখন কল্কি ২৮৯৮ এডি মুভিটি এক ঘণ্টার মধ্যে ৯৫.৭ হাজার টিকিট বিক্রির রেকর্ড বানিয়েছে।