কোন কোন মুভির রেকর্ড ভাঙলো কল্কি ২৮৯৮ এডি?

২৭ শে জুন থিয়েটারে রিলিজ হয়েছে নাগ অশ্বিন দ্বারা পরিচালিত সিনেমা কল্কি ২৮৯৮ এডি। সিনেমাটি প্রথম দিনেই অনেক বড় বড় মুভির রেকর্ড কে ভেঙে চুরমার করে দিয়েছে। প্রভাস, অমিতাভ বচ্চন, কামাল হাসান ও দীপিকা পাড়ুকোন অভিনীত Kalki 2898 AD মুভিটি রিলিজ হওয়ার প্রথম দিনেই 191.5 কোটি টাকার ব্যবসা করেছে। Kalki 2898 AD মুভিটির বাজেট ছিল প্রায় 600 কোটি টাকা এবং মুভিটি বানাতে চার বছরের ও বেশি সময় লেগেছে।

Image Source: The Indian Express

আর এই মুভিটি নাগ আশ্বিন এর Kalki Universe এর প্রথম মুভি। অন্যান্য মুভির সঙ্গে প্রথম দিনের কালেকশনের তুলনা করে দেখা গেছে –

প্রভাসের Salaar Part 1 প্রথম দিনে কালেকশন করেছিল 178.7 কোটি টাকা।
প্রভাসের Adipurush প্রথম দিনে কালেকশন করেছিল 110-112 কোটি টাকা।
এস এস রাজামৌলির Baahubali 2 প্রথম দিনে কালেকশন করেছিল 121 কোটি টাকা।
ইয়াস এর KGF Chapter 2 প্রথম দিনে কালেকশন করেছিল 164 কোটি টাকা।
আল্লু অর্জুনের Pushpa The Rise প্রথম দিনে কালেকশন করেছিল 74 কোটি টাকা।
তবে, এস এস রাজামৌলির RRR প্রথম দিনে কালেকশন করেছিল 223 কোটি টাকা।

Leave a Comment