কল্কি ২৮৯৮ এডি প্রথম দিনেই ভাঙলো বক্স অফিসের সমস্ত রেকর্ড!

কল্কি ২৮৯৮ এডি আজ সিনেমা হলে বক্স অফিস কালেকশনের সমস্ত রেকর্ডকে ভেঙে চুরমার করে দিয়েছে। প্রভাস, অমিতাভ বচ্চন, কামাল হাসান এবং দীপিকা পাডুকোন অভিনীত ও নাগ অশ্বিন পরিচালিত কল্কি ২৮৯৮ এডি একটি সাইন্স ফিকশন মুভি।

Image Source: Hindustan Times

মুভিটিতে মহাভারতের সময় থেকে ২৮৯৮ সাল পর্যন্ত কি কি ঘটবে তা দেখানো হয়েছে। মুভিটিতে প্রভাসের ক্যারেক্টারের নাম Bhairava, অমিতাভ বচ্চনের ক্যারেক্টারের নাম Ashwatthama এবং ভিলেনের চরিত্রে রয়েছে কামাল হাসান।

Image Source: The Hindu

কল্কি ২৮৯৮ এডি প্রথম দিনে শুধুমাত্র হিন্দি বেল্ট থেকে সাড়ে ৩২ কোটি টাকা কামিয়েছে। যা ২০২৪ এর সবথেকে বড় ওপেনিং মুভি হয়ে গেছে। আর দেখা যায় তো মুভিটি এস এস রাজামৌলির আর আর আর মুভির রেকর্ড কেউ ভেঙে দিয়েছে।

Kalki 2898 AD Box Office Collection Day 1 :

তেলেগু থেকে মুভিটি ৮২ কটির বক্স অফিস কালেকশন করেছে।

কানাড়া থেকে মুভিটি সাড়ে 15 কোটির বক্স অফিস কালেকশন করেছে।

Image Source: Koimoi

তামিল থেকে মুভিটি ১৪ কোটির ওপেনিং ড্রে বক্স অফিস কালেকশন করেছে।

আর মালায়ালাম থেকে মুভিটি ৮ কোটির বক্স অফিস কালেকশন করেছে।

পুরোপুরি প্যান ইন্ডিয়াতে মুভিটি 150 কোটির বেশি কালেকশন করেছে। যা ২০২৪ এর সমস্ত মুভির রেকর্ড ভেঙ্গে দিয়েছে এবং সব থেকে বেশি ওপেনিং ডে কালেকশন করেছে।

Leave a Comment