আগামীকাল থিয়েটারে কামাল হাসানের ইন্ডিয়ান টু মুভিটি রিলিজ করা হয়। মুভিটির গল্প দর্শকদের মোটেও ভালো লাগেনি, প্রায় প্রত্যেকেই অর্ধেক মুভি দেখে উঠে চলে যাচ্ছিল সিনেমা হল থেকে। এমনকি কেউ ক্রেডিট সিনস ও দেখেনি যেখানে ইন্ডিয়ান ৩ র ট্রেলার টা দেখানো হয়েছিল। হ্যাঁ ঠিকই শুনছেন, ইন্ডিয়ান থ্রি এর শুটিং ও কমপ্লিট হয়ে গেছে ওই মুভিটিও শীঘ্রই রিলিজ করা হবে। তো কেন দর্শকদের মোটেও ভালো লাগলো না কামাল হাসানের ইন্ডিয়ান টু?
দেখুন, ১৯৯৬ এ কামাল হাসানের ইন্ডিয়ান মুভিটি এসেছিল। যার কনসেপ্ট ছিল করাপশন, যার জন্য একটা মানুষ হাতিয়ার তুলে নাই। আর ওই মুভিটির শেষ থেকেই শুরু হয় এই মুভিটি। মুভিটা দেখে আমার মনে হয়েছে যে এই মুভিটির আদেও কি কোন দরকার ছিল? আর যদিও বা দরকার থেকে থাকে তাহলে তা এখনকার অডিয়েন্সদের ওপর খেয়াল রেখে কেন বানানো হয়নি? এই মুভিটি আর পাঁচটা সাউথ মুভির মতই, নতুন কিছু এই মুভিটাতে ছিল না। এছাড়াও মুভিটি স্টোরি লাইন ও খুব একটা ভালো ছিল না, তাই অডিয়েন্সদের যখন মুভিটির কাহিনী পছন্দ হয়নি তাহলে তারা আর ক্রেডিট সিন কেনই বা দেখবে। মুভিটা ছিল পুরো তিন ঘন্টার মত, আর মুভিটা দেখে মনে হয়েছে মুভিটা যেন কুড়ি বছর আগে বানানো হয়েছে। মুভিটি স্টোরি লাইন, স্কিন প্লে কোনোটিই আমার ভালো লাগেনি। এই মুভিটি কি আমি টু স্টার দেব।