অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ ছবিতে কোন কোন অভিনেতারা থাকতে চলেছে?

সম্প্রতি অক্ষয় কুমার তার পরবর্তী ছবি ভূত বাংলা র মোশন পিকচার রিলিজ করেছে। এই মোশান পিকচার দেখে পুরো ইন্টারনেটে শোরগোল পড়ে গেছে কারণ অক্ষয় কুমার এবং প্রিয় দর্শনের জুড়ি প্রায় ১৪ বছর পর আবার একসাথে আসতে চলেছে। এর আগে অক্ষয় কুমার এবং প্রিয় দর্শনের প্রায় প্রতিটি ছবিই ব্লকবাস্টার হিট হয়েছে যেমন- ভুল ভুলাইয়া, হেরা ফেরি, খাট্টা মিঠা, দে দানা ড্যান প্রভৃতি। প্রিয়দর্শনের ভূত বাংলা একটি হরর কমেডি ছবি হতে চলেছে। বেশ কিছু নিউজ মাধ্যম থেকে জানা গেছে যে,

Image Source: Bollywood Hungama

ভূত বাংলা ছবিতে অক্ষয় কুমারের সাথে দেখা যাবে প্রিয়দর্শনের সেই সুপারহিট জুরি মানে পরেশ রাওয়াল, রাজপাল যাদব ও আসরানি। এই সুপারহিট জুড়ি কে বড়পর্দায় দেখার জন্য দর্শক প্রায় ১৪ বছর ধরে অপেক্ষা করছে আর ফাইনালি ভূত বাংলা ছবির মাধ্যমে এই জুড়ি কে আবার সিনেমা হলে দেখা যাবে। আর তার সাথে এও জানা গেছে যে, এই মুভিটিতে তিনজন হিরোইন থাকতে চলেছে। এর মানে বড়পর্দায় বলিউড থেকে একটা বড় ছবি আসতে চলেছে।

আর এরকমই ওয়েব সিরিজ এবং মুভির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন।

Leave a Comment