যবে থেকে জানা গেছে এটলি, সালমান খানের সঙ্গে সিনেমা বানাতে চলেছে তবে থেকেই এদের কোলাব এর চর্চা সব জায়গাতেই হচ্ছে। আর লেটেস্ট খবর থেকে জানা গেছে এই কোলাব আরো বড় হতে চলেছে কারণ এই কোলাবে যুক্ত হতে পারে সুপারস্টার রাজনিকান্ত।
আর এটা যদি সত্যি হয় তাহলে ভারতীয় সিনেমার ইতিহাসে এটা হয়তো সবথেকে বড় কোলাব হবে। আর বলে রাখি মুভিটি সান পিকচার প্রডিউস করছে, আর সান পিকচারের সঙ্গে রাজনিকান্তের সম্পর্ক খুবই ভালো। তাই রাজনিকান্ত যদি রাজি হয়ে যায় সমস্ত মুভির কামাইয়ের রেকর্ড ভেঙে চুরমার হয়ে যাবে। আর এটা ভারতের সবথেকে বড় সিনেমা হবে।