Actress Tabu পেল হলিউডের বড় মুভির অফার। Dune সিরিজের প্রিকুয়াল “Dune: Prophecy” তে ভারতীয় অভিনেত্রী Tabu কে দেখা যাবে Sister Francesca র রোলে।
এটা হলিউডের মিডিয়া Variety নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে শেয়ার করেছে। আরে এটা অভিনেত্রী Tabu র প্রথম হলিউড মুভি হতে চলেছে। আর সেটাও আবার Dune এর মত Franchise তে।
তবে Tabu এ ব্যাপারে এখনো কোন কিছু জানাই নি। হয়তো, First Look বা Teaser জাতীয় কিছু দেখিয়ে সবাইকে চমক দিতে চাইছে।
Dune এর প্রিকুয়ালের নাম হবে Dune: The Sisterhood. আর এটা Sisterhood নামক TV series থেকে অনুপ্রাণিত হয়েছে বলে জানা যাচ্ছে।
আর এটা Dune Universe এর প্রধান ক্যারেক্টার Paul Atreides এর মারা যাওয়ার দশ হাজার বছর আগের ঘটনার ওপর বাড়ানো হয়েছে। Dune: The Sisterhood এর ট্রেলার Max এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ করা হয়েছে কিন্তু সেখানে Tabu কে দেখানো হয়নি।
কিন্তু এই ট্রেলার এর শেষ ডায়লগটি Tabbu র বলে মনে হচ্ছে।