৩৭ তম দিনে এসেও হার মারল না শ্রদ্ধা কাপুরের স্ত্রী ২। কে ভেবেছিল ৬০ কোটি বাজেটের একটি হরর কমেডি মুভি বলিউডের সব থেকে বেশি আয় করা হিন্দি ছবি হয়ে উঠবে?
স্ত্রী ২ বক্স অফিস কালেকশন ৩৭ তম দিন :
অমর কৌশিকের পরিচালিত এবং রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত স্ত্রী ২ ছবিটি শীঘ্রই ৮৫০ কোটির ক্লাবে পা দেবে। ১৫ ই আগস্ট থিয়েটারের মুক্তি পেয়েছিল স্ত্রী ২ ছবিটি আর ২০ শে সেপ্টেম্বর, ২০২৪-এ ৩৭ তম দিনে এসে স্ত্রী ২ ছবিটি শুধুমাত্র ইন্ডিয়া থেকেই 5.20 কোটি টাকা আয় করেছে। স্ত্রী ২ কিন্তু বক্স অফিসে একা নয় তার সঙ্গে টক্কর দিচ্ছিল যুদ্ধ, তুম্বাদ রি-রিলিজ এবং খেল খেল মে সহ আরো অনেক হিন্দি ছবি।
বিশ্বব্যাপী স্ত্রী ২ ছবিটি মোট গ্রস কালেকশন করেছে 840.41 কোটি টাকা। যা শাহরুখ খানের ‘জাওয়ান’ ছবির লাইফ টাইম রেকর্ড কে ভেঙে দিয়েছে। আর হয়ে উঠেছে সব থেকে বেশি আয় করা হিন্দি ছবি। এই উইকেন্ডের মধ্যেই ছবিটি ৮৫০ কোটি ছুঁয়ে যাবে বলে ধারণা করা হয়েছে। এই বিশাল লাভের পেছনে একটা কারণ রয়েছে আর কারণটা হলো গতকাল ছিল জাতীয় সিনেমা দিবস, যেখানে প্রতিটি সিনেমার টিকিটের দাম ছিল ৯৯ টাকা। তার জন্য আগের দুই দিনের চেয়ে ৩৭ তম দিনে ছবিটি তিনগুণ বেশি টাকা আয় করেছে। আর এরই সঙ্গে স্ত্রী ২ বিশ্বব্যাপী অষ্টম সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র হয়ে উঠেছে।
আরও বক্স অফিসের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন।