এই উল্লু ওয়েব সিরিজ না দেখলে মিস করবেন: Ullu Web series

ওয়েব সিরিজটির শুরুতে একটা ছেলেকে দেখানো হয় যে সদ্য বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসছে। তার বৌদি বউকে বরণ করে বাড়িতে নিয়ে আসে কিন্তু বউয়ের মুখটি কাপড় দিয়ে ঢাকা ছিল তাই মুখটি দেখা যাচ্ছিল না। তারপর ওয়েব সিরিজটিতে তার দাদা ও বৌদির মধ্যে ঘনিষ্ঠ দৃশ্য দেখানো হয় যা এতই খোলামেলা তা দেখলে নিজেকে আটকে রাখতে পারবেন না। তারপর ফুলশয্যার রাতে ছেলেটি যখন তার বউয়ের মুখের ঘোমটা সরাই তখন দেখে যে সেটা তার বউ নয়। মানে সে যে মেয়েটিকে বিয়ে করেছিল সেটা এই মেয়েটা নয়। তারপর ছেলেটি তার বাড়ির লোককে সমস্ত কথা খুলে বলে আর তারা ঠিক করে যে যতক্ষণ না পর্যন্ত মেয়েটার ঘরের ঠিকানা জানা যায় সেই মেয়েটা এই ঘরেই থাকবে।

O Sajni Re ullu web series
Image Source: Filmibeat

তারপর ছেলেটা আর ওই মেয়েটার মধ্যে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে থাকে, তারা একে অপরকে ভালোবেসে ফেলে। ওয়েব সিরিজটিতে ছেলে আর ওই মেয়েটার মধ্যে অনেক খোলামেলা এবং ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে, তাই সম্পূর্ণ নিরাপদে এবং একা এই ওয়েব সিরিজটি দেখতে পারেন। তারপর ছেলেটার আসল বিয়ে করা বউ বাড়িতে ফিরে আসে আর তারপর ওয়েব সিরিজটিতে কি ঘটবে তা দেখার জন্য আপনাকে এই ওয়েব সিরিজটি দেখতে হবে। ওয়েব সিরিজটি ২৪ শে সেপ্টেম্বর উল্লু তে রিলিজ করা হবে। ওয়েবসিরিজের কাস্টে রয়েছে জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চৌরাসিয়া, আলেন্দ্র বিল, তানভি পাতিল প্রমুখরা। এই ওয়েব সিরিজটির নাম হল- O Sajni Re

আর এরকমই ওয়েব সিরিজ এবং মুভির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন।

Leave a Comment