বর্তমানে ভারতীয় সিনেমার সব থেকে দামি তারকা হলেন এই দক্ষিণী সুপারস্টার

বর্তমানে ভারতীয় সিনেমার সব থেকে দামি তারকা হলেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। হ্যাঁ ঠিকই দেখেছেন শাহরুখ, সালমান, আমির বা রাজনিকান্ত নন। এই মুহূর্তে ভারতীয় সিনেমার সব থেকে বড় তারকা হলেন থালাপতি বিজয়। তিনি তার আগামী ও শেষ ছবি ‘থালাপতি ৬৯’ এর জন্য পারিশ্রমিক নিচ্ছেন ২৭৫ কোটি টাকা। তবে এর পেছনে একটা বড় কারণ রয়েছে, থালাপতি বিজয়ের ছবি মানেই বক্স অফিসে একটা নতুন রেকর্ড তৈরি। তার প্রায় প্রতিটি ছবি প্রথম দিনে বক্স অফিসে ১০০ কোটির ক্লাবের সদস্য হয়ে যায়। যেমন- ‘মার্শাল’, ‘মাস্টার’ কিংবা ‘লিও’ র মত সুপার হিট ছবিগুলি।

thalapathy vijay india's most expensive actor
Image Source: IndiaGlitz

৪৯ বছরের থালাপতি বিজয় ফ্লিম ক্যারিয়ার ছেড়ে রাজনীতিতে পা দিতে যাচ্ছেন। চলতি বছর বিজয় তার দলের নাম ‘তামিলাগা ভেটরি কাজাগম’ ঘোষণা করেছিলেন। অভিনেতার লক্ষ্য হচ্ছে 2026 এর তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। আর তার জন্যই বিজয়ের এটি শেষ মুভি হতে চলেছে। এই মুভিটি দেখার জন্য সমস্ত সিনেমাপ্রেমী মানুষেরা অপেক্ষা করছেন এবং থালাপতি বিজয় কে শেষবারের মতো সিনেমা হলে দেখতে চাইছেন।

আর এরকমই ওয়েব সিরিজ এবং মুভির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন।

Leave a Comment