Upcoming movies in September 2024 :
সেপ্টেম্বরের শুরুতেই আসতে চলেছে একটা বড় ছবি থালাপাতি বিজয়ের The Greatest Of All Time (The GOAT) ৫ ই সেপ্টেম্বর সিনেমা হলে রিলিজ করা হবে। তারপর ৬ ই সেপ্টেম্বর রিলিজ করা হবে কাঙ্গনা রানাওতের Emergency এবং হলিউডের Beetlejuice Beetlejuice নামক মুভিটি। এরই সঙ্গে ৬ সেপ্টেম্বর প্রাইম ভিডিওতে আসতে চলেছে Call me bae সিরিজ, যেখানে অনন্যা পান্ডে প্রধান চরিত্রে থাকবে।
তারপর ১২ই সেপ্টেম্বর টোভিনো থমাস, কৃতি শেঠি, মোহনলাল এর ARM মুভিটি আসবে। তারপরের দিন ১৩ই সেপ্টেম্বর কারিনা কাপুরের The Buckingham Murders মুভিটি সিনেমা হলে আসবে এবং ওই দিনই হলিউড থেকে Speak No Evil নামে এক সাইকোলজিক্যাল থিলার মুভিও আসবে। ১৫ ই সেপ্টেম্বর আসতে চলেছে Adbhut নামের এক হরর-ড্রামা মুভি যেখানে নাওয়াজুদ্দীন সিদ্দিকী প্রধান চরিত্র থাকবে। আর এই মুভিটি ডাইরেক্ট টিভিতে রিলিজ করা হবে ১৫ ই সেপ্টেম্বর Sony Max এ রাত আটটার সময়। তারপর ২০ ই সেপ্টেম্বর সিদ্ধান্ত চতুর্বেদী এবং রাঘব জুয়াল এর Yudhra নামে এক একশন মুভি রিলিস হবে।
পাঞ্জাবি ইন্ডাস্ট্রি থেকে ২০ তারিখে Sucha Soorma মুভিটি আসবে এবং হলিউড থেকে Transformers One মুভি রিলিজ করা হবে। আর সবশেষে ২৭ এ সেপ্টেম্বর, এই মাসের দ্বিতীয় সব থেকে বড় মুভি জুনিয়র এনটিআর এর Devara Part 1 সিনেমা হলে রিলিজ করা হবে।
আর এরকমই মুভি এবং ওয়েব সিরিজের আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি টিপে অন করে রাখুন।