Prabhas Upcoming Movies: এই পাঁচটি মুভি ভাঙবে বাহুবলীর রেকর্ড!

ভারতের প্রথম প্যান ইন্ডিয়ান সুপারস্টার প্রভাসের মুভি মানেই বক্স অফিসে নতুন একটা রেকর্ড। বিগত দিনে প্রভাসের আদিপুরুষ এবং সালার বক্স অফিসে তেমন রেকর্ড না গড়লেও কল্কি ২৮৯৮ এডি মুভিটি হাজার কোটির উপরে কামায় এবং প্রভাসের সেই সুপারস্টার ইমেজকে ধরে রাখে। কল্কি র পর এবার আসতে চলেছে প্রভাসের এই পাঁচটি মুভি যা বাহুবলীর রেকর্ড ও ভাঙতে পারে।

Prabhas Upcoming Movies :

5. The Raja Saab :

Image Source: IndiaGlitz

প্রভাসের সর্বপ্রথম যে মুভিটি আসতে চলেছে তার নাম রাজা সাব। মারুথি পরিচালিত রাজা সাব মুভিটি একটি হরর কমেডি জনরার মুভি হতে চলেছে। মুভিটিতে প্রভাসের পাশাপাশি প্রধান চরিত্রে রয়েছে নিধি আগরওয়াল, ঋদ্ধি কুমার এবং মালবিকা মোহনন। ছবিটি সম্ভবত ২০২৫ এ থিয়েটারে রিলিজ করা হবে।

4. Spirit :

Image Source: IMDb

অ্যানিমেলের পর সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রভাসের সঙ্গে স্পিরিট মুভিটি করতে চলেছে। এই মুভিটি একটি সম্পূর্ণ একশন এন্টারটেইনার মুভি হতে চলেছে। ছবিটিতে প্রভাসের বিপরীতে থাকতে চলেছে কোরিয়ান সুপারস্টার ডন লি। ছবিটি টি সিরিজের আন্ডারে ভূষণ কুমার প্রডিউস করবে, সম্ভবত নভেম্বরে এই মুভির শুটিং চালু হয়ে যাবে।

3. Salaar Part 2 :

Image Source: Today news

সালার: পার্ট ১ এর পর প্রশান্ত নীল এর সঙ্গে প্রভাসের সালার পার্ট ২ আসতে চলেছে। ছবিটির কাহিনী সালার পার্ট ওয়ান এর শেষের পর থেকে আরম্ভ হবে। মুভিটি সম্পূর্ণ একশন মুভি হবে, মুভিটিতে প্রভাসের পাশাপাশি প্রধান চরিত্রে থাকবে পৃথ্বীরাজ সুকুমারান। মুভিটির বাজেট ৫০০ কোটির ওপরে থাকবে বলে জানা গেছে।

2. Kalki 2898 AD Part 2 :

Image Source: YouTube

২০২৪ এর সবথেকে বড় সুপার হিট মুভি কল্কি র পর নাগ অশ্বিন তার পরবর্তী মুভি কল্কি ২ তেও প্রধান চরিত্রে থাকবে প্রভাস। কল্কির এত বড় সাকসেসের পর কল্কি টু কে আরো বড় মাত্রায় বানাতে চলেছে নাগ অশ্বিন। কল্কি টু এর বাজেট কল্কি ওয়ানের থেকে অনেক বেশি হতে চলেছে। মুভিটিতে প্রভাসের পাশাপাশি অমিতাভ বচ্চন, কামাল হাসান, দীপিকা পাড়ুকোন প্রমূখ অভিনেত্রা অভিনেত্রীরা রয়েছে।

1. Prabhas- Hanu Raghavpudi Project :

Image Source: India Today

পরিচালক হনু রাঘবপুদির সাথে প্রভাসের একটা নতুন প্রজেক্ট আসার কথা জানা গেছে, যার নাম দেওয়া হয়েছে “Prabhas Hanu” প্রজেক্ট। যদিও ছবিটির স্ক্রিপ্ট এখনো সম্পূর্ণভাবে তৈরি হয়নি, তবে মুভিটিতে তিনটি গান থাকবে বলে জানা গেছে।

বিগত দিনে প্রভাসের এই পাঁচটি মুভি অনেক মুভির রেকর্ড ভাঙবে এবং নতুন রেকর্ড গড়বে যার সাক্ষী থাকব আমরা। আর এরকমই মুভি ও ওয়েব সিরিজের আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি টিপে অন করে রাখুন।

Leave a Comment