স্ত্রী ২ এ কী সত্যিই থাকতে চলেছে অক্ষয় কুমার?
স্ত্রী ২ মুভিটি ১৫ই আগস্ট থিয়েটারে মুক্তি পাবে। আর তার সঙ্গে অক্ষয় কুমারের "খেল খেল মে" ও ১৫ ই আগস্ট থিয়েটারে রিলিজ হবে।
তবে স্ত্রী ২ তে অক্ষয় কুমারকে প্রধান চরিত্রে দেখা যাবে না, তার একটি ক্যামিও থাকবে।
অনুমান করা যাচ্ছে যে, স্ত্রী ২ তে তাকে সার কাটা ভুতের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।