আবার বন্ধ হয়ে গেল পুষ্পা ২ র শুটিং। আল্লু অর্জুনের পুষ্পা টু মুভিটি প্রথমে 15ই আগস্ট থিয়েটারে রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু পরে মেকার রা জানায় মুভিটি 6 ই ডিসেম্বর সিনেমাহলে মুক্তি পাবে। কিন্তু এখন ভেতরের সূত্র থেকে জানা যাচ্ছে, অভিনেতা আল্লু অর্জুন এবং এর পরিচালক সুকুমারের মধ্যে কোন একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে। যার কারণে আল্লু অর্জুন শুটিং ছেড়ে ভ্যাকেশনে কোথাও ঘুরতে চলে গিয়েছিল।
আল্লু অর্জুন যখন ফিরে আসে তখন আবার ডিরেক্টর সুকুমারের ভ্যাকেশনে চলে যায়। যার কারনে মুভির শুটিং এখন স্থগিত। সম্প্রতি অভিনেতা আল্লু অর্জুনকে ছাঁটা দাড়িতে দেখতে পাওয়া গেছে। চেহারার এই পরিবর্তন এর ফলে ছবির রিলিজ ডেট আরো পেছিয়ে যেতে পারে। ইতিমধ্যেই মুভিটি আগস্ট ছেড়ে ডিসেম্বরে রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু এখন মুভি রিলিজ ডেট আরো পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই ব্যাপারে আল্লু অর্জুন এবং সুকুমার এখনো মুখ খুলেনি।