Bad Newz Box Office Collection Day 1:
গত ১৯ শে জুলাই ভিকি কৌশল, তৃপ্তি দিমরি এবং অ্যামি ভির্ক অভিনীত ‘ব্যাড নিউজ’ মুভিটি সিনেমা হলে মুক্তি পেয়েছে। এবার প্রশ্ন হল প্রথম দিনে মুভিটি কত আয় করেছে এবং মুভিটি হিট না ফ্লপ হয়েছে? তাহলে বলে রাখি মুভিটি সুপার ডুপার হিট হয়েছে। এছাড়াও এই মুভিটি ভিকি কৌশলের সবচেয়ে বড় ওপেনার মুভি তে পরিণত হয়েছে। ২০১৯ এ ভিকি কৌশলের উরি প্রথম দিনে ৮.২ কোটি টাকা আয় করে এবং ভারতে ২৪৫ কোটি টাকা করে। আর এবার ২০২৪ এ ভিকি কৌশলের ব্যাড নিউজ প্রথম দিনে ৮.৫০ কোটি টাকা নেট আয় করেছে।
মুভিটির সফলতার পেছনে ‘তৌবা তৌবা’ গানটির একটা বড় ভূমিকা রয়েছে। আনন্দ তিওয়ারি পরিচালিত এই ছবিতে অনন্যা পান্ডে এবং নেহা শর্মার বিশেষ ক্যামিও রয়েছে। ব্যাড নিউজ একটি কমেডি-ড্রামা মুভি। মুভিটিতে একটি বাচ্চার দুটি বাবা কি করে হতে পারে তাই তুলে ধরা হয়েছে। ব্যাড নিউজে ভিকি কৌশল দুর্দান্ত অভিনয় করেছে এছাড়াও তৃপ্তি দিমরি এবং অ্যামি ভির্ক ও ভালো অভিনয় করেছে। পরের দিন অর্থাৎ রবিবারে মুভিটি আরো বেশি আয় করবে বলে ধারণা করা হয়েছে।