২০২৪ এর সবথেকে সেরা থ্রিলার মুভি বিজয় সেতুপতির ‘মহারাজা’? স্পয়লার এলার্ট!

মুভির শুরুতেই মহারাজা নামের এক ব্যক্তিকে দেখানো হয়, সে একটি সেলুন দোকানে কাজ করে। তারপর দেখানো হয় সে তার মেয়ের জন্য একটা দোকান থেকে পুতুল কিনছে আর সেই সময় একটা লরি তাদের ঘরে ধাক্কা মারে। যার ফলে তাদের ঘরের ছাদ ভেঙে যায় আর তার বউ মারা যায় কিন্তু একটা ডাস্টবিন তার মেয়ের উপর চাপা পড়ে যার ফলে মেয়েটি বেঁচে যায়। তারপর থেকেই মহারাজা ও তার মেয়ে রোজ সেই ডাস্টবিন টা কে স্নান করায় এবং তাকে পূজো করে, আর সেই ডাস্টবিনটার নাম রাখে লাক্সমি। তারপর দেখানো হয় একটি রাতে মহারাজা তার দোকান বন্ধ করে বাড়ি আসে আর তার বাড়িতে চোর ঢুকে তাকে মেরে অজ্ঞান করে দেয় ও সেই ডাস্টবিনটা নিয়ে চলে যায়। সেই রাতে তার মেয়ে বাড়ি ছিল না। আর এই ডাস্টবিন টা হারিয়ে যাওয়ার কমপ্লেন লেখাতেই সে পরের দিন পুলিশ স্টেশন যায়।

Image Source: Koimoi

পুলিশরা তার এই কমপ্লেন শুনে তাকেই ধরে মারে, কিন্তু সে টাকার লোভ দেখিয়ে পুলিশদের রাজি করায়। পুলিশরা, সেই ডাস্টবিনটা খোঁজার বদলে সেরকমই হুবহু একটা নতুন ডাস্টবিন বানিয়ে নেয়। এবার মুভিটিতে আগের কিছু ঘটনা দেখানো হয় যেখানে অনুরাগ কাশ্যপ কে দেখানো হয়। সে মুভিটিতে ভিলেনের চরিত্রে রয়েছে। সে ও তার লোকেরা একটা একটা করে ঘর লুট করে নিয়ে যাচ্ছিল। অনুরাগ কাশ্যপ তার মেয়েকে নিজের থেকেও বেশি ভালোবাসতো। সে মেয়ের জন্মদিনে একটা সোনার লকেট বানায়, পথে তার বউয়ের ফোন আসে তাকে দাড়ি কেটে যেতে বলে। সে দাড়ি কাটতে মহারাজার দোকানে ঢোকে। সেখানে তার বন্ধু ফোন করে ও বলে তাদের ডাকাতির খবর পেপারে বেরিয়েছে। আর তারপর অনুরাগ পেছনে ঘুরে দেখে যে মহারাজ সেখানে দাঁড়িয়ে রয়েছে, সে ভাবে যে মহারাজ হয়তো তাদের কথা শুনতে পেয়েছে। কিন্তু আসলে মহারাজ তাদের কোন কথাই শুনতে পাইনি।

Image Source: OTTPlay

আর তারপর অনুরাগ বাড়ি চলে আসে, বাড়ি এসে সে তার ওই সোনার লকেটটা খুঁজে পাই না। আর তারপর দেখানো হয় মহারাজের দোকানে সেই লকেটটা রয়ে গেছে। মহারাজা তা ফেরত দিতেই তাদের বাড়িতে যাই, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময়ই পুলিশ মহারাজার পেছন পেছন তাদের বাড়িতে ঢুকে। অনুরাগ ভাবে যে মহারাজা হয়তো তাদের সব কথা শুনতে পেয়েছে এবং তাই পুলিশ নিয়ে তাদের বাড়িতে এসেছে। পুলিশ অনুরাগ কে ধরে নিয়ে যায়, তখন থেকেই অনুরাগের মহারাজার উপর রাগ থাকে। আর সেই রাগ ই শেষে প্রতিশোধে পরিণত হয়।

Image Source: Moneycontrol

আর তারপর মুভিটিতে যা যা দেখানো হয় তা দেখলে আপনার মাথা পুরো ঘুরে যাবে। আমি শুধু এইটুকুই বলতে পারি আমার দেখা এখনো পর্যন্ত সবথেকে বেস্ট একটি ক্রাইম থ্রিলার মুভি হল মহারাজা। এই মুভিটি আপনি নেটফ্লিক্সে হিন্দি ডাবিং এ দেখতে পাবেন। অবশ্যই মুভিটি দেখুন আর তারপর কমেন্ট করুন মুভিটি আপনার কেমন লেগেছে।

Leave a Comment