Amazon Prime এর বহু অপেক্ষাকৃত সিরিজ মির্জাপুর সিজন ৩ এখন রিলিজ করা হয়েছে। মির্জাপুর সিজন ৩ কে নিয়ে বিভিন্ন কিটিক্স এর বিভিন্ন মত, কেউ বলছে আগের সিজন গুলির মত অতটা ভালো না। আবার কেউ কেউ বলছে মুন্না ভাইয়া থাকলে সিরিজটি আরো হিট হত। বলে রাখি মির্জাপুর সৃজন ৩ এ প্রধান প্রধান চরিত্রগুলিতে অভিনয় করেছে Ali Fazal, Pankaj Tripathi, Rasika Dugal, Shweta Tripathi, Isha Talwar প্রমূখ পরিচিত অভিনেতা – অভিনেত্রীরা। এখন এই সিজনের একটা ডান্স খুবই ভাইরাল হচ্ছে, ডান্সটিতে দেখা যাচ্ছে একজন নেত্রী ভোট পাওয়ার জন্য কিভাবে শরীর দেখিয়ে নাচ করেছে। আর তা দেখে গ্রামের মানুষরা তাকে ভোট দিচ্ছে।
যে অভিনেত্রী ডান্স টি করছে তার নাম Anangsha Biswas, সে Zarina র চরিত্রে রয়েছে।