Mukesh Khanna React Kalki Movie: রেগে গিয়ে যা বললেন

নাগ অশ্বিন পরিচালিত কল্কি ২৮৯৮ এডি বক্স অফিসে এখন রেকর্ড এর পর রেকর্ড বানাচ্ছে। প্রভাস, অমিতাভ বচ্চন, কামাল হাসান ও দীপিকা পাড়ুকোন অভিনীত কল্কি ২৮৯৮ এডি মুভিটি এখনো পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড ৮০০ কোটিরও বেশি কামিয়েছে। এবং আর হয়তো কিছুদিনের মধ্যেই মুভিটি ১০০০ কোটির ক্লাবেও চলে আসবে। মুভিটিকে নিয়ে অডিয়েন্সের রেস্পন্স তো খুবই ভালো যাচ্ছে। তবে বলিউডের শক্তিমান মুকেশ খান্না মুভিটি কে দেখে কি বললেন তা জানাবো আপনাদের।

Image Source: NewsBytes

মুকেশ খান্না তার instagram এর পোস্টে বলেন যে, “Kalki flim ka naam kal ki hona chahiye yani aaj ki nahin”

তিনি এও বলেন যে, কল্কি মুভির নির্মাতারা মহাভারত কে পুরো ভেঙেচুরে দেখিয়েছে। যেখানে মহাভারতে অশ্বত্থামার মনি অর্জুন আর ভীম তুলে নেয় ও দ্রৌপদীকে দেয়, সেখানে মুভিটিতে শ্রীকৃষ্ণ কে মনি তুলতে দেখানো হয়েছে। আর মুভিটিতে কর্ণ কেও আবার ফিরিয়ে আনা হয়েছে, তিনি বলেন যে মুভি নির্মাতারা এত ভুল কি করে করতে পারে।

এই ব্যাপারে আপনার কি মত তা কমেন্ট করুন। আর হ্যাঁ, এরকমই মুভি ও ওয়েব সিরিজের আপডেট এবং নিউজ পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখুন।

Leave a Comment