কল্কি ২৮৯৮ এডি এর পার্ট ২ কবে আসবে?

নাগ অশ্বিন পরিচালিত কল্কি ২৮৯৮ এডি বক্স অফিসে এখন রেকর্ডের পর রেকর্ড গড়ছে। প্রভাস, অমিতাভ বচ্চন, কামাল হাসান ও দীপিকা পাড়ুকোন অভিনীত কল্কি ২৮৯৮ এডি মুভিটি এখনো পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড ৭৫০ কোটি প্লাস কামিয়েছে। এবং আর কিছুদিনের মধ্যেই মুভিটি ১০০০ কোটির ক্লাবে চলে আসবে। মুভির এত বড় সাকসেসের পর যখন মুভির ডিরেক্টর নাগ অশ্বিন কে জিজ্ঞাসা করা হয় যে, এই মুভিটির আর কয়টা পার্ট রিলিজ হবে?

Image Source: Gulte

তখন নাগ অশ্বিন জানাই মুভিটির দ্বিতীয় পাট পরের বছরে রিলিজ করা হবে কিন্তু সে এও বলে এই দ্বিতীয় পার্টে এই মুভিটি শেষ করে দেয়া হবে অর্থাৎ এই মুভিটির কোন তৃতীয় পার্ট আসবে না। যখন কল্কি ২৮৯৮ এডি মুভির প্রডিউসারকে এর পার্ট টু এর ব্যাপারে জিজ্ঞাসা করা হয় তখন সে বলে, এর পার্ট টু এর শুটিং এ বছরের শেষের দিকে শুরু করে দেওয়া হবে এবং পরের বছরের মে বা জুনে এর সেকেন্ড পার্ট আমরা বড় পর্দায় দেখতে পাবো।

Leave a Comment