২০১৯ এ অক্ষয় কুমার, কারিনা কাপুর, দিলজিত ও কেয়ারা র একটা মুভি এসেছিল যার নাম Good Newz । এবার সেই মুভির মেকাররাই নিয়ে এলো আরো একটি মুভি যার নাম Bad Newz । মুভিটিতে রয়েছে তৃপ্তি ডিমরি, ভিকি কৌশল, অ্যামি ভির্ক, নেহা ধুপিয়া প্রমুখরা। টেলার টা দেখে বোঝা গেল যে, মুভিটিতে একটা বাচ্চার দুটো বাপ হবে আর তা নিয়েই সমস্যা হবে।
মুভিতে তৃপ্তি ডিমরি দুইজনের(ভিকি কৌশল ও অ্যামি ভির্ক) সঙ্গে রোমান্স করে আর তার ফলেই সে পেগনেন্ট হয়ে যায় তারপরই এই সমস্যা দেখা যায়। কে তার বাচ্চার আসল বাবা তা নিয়েই মুভিটির কাহিনী। আর এই মুভিটিতে ভরপুর কমেডি রয়েছে তবে তা এডাল্ট বলে আমার মনে হয়েছে। আর আপনি যদি এই মুভিটি দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই অ্যাডাল্ট হতে হবে তারপরই আপনি এই মুভিটা বুঝতে পারবেন। এছাড়াও মুভিটিতে তৃপ্তি ডিমরি র হট ও সেক্সি লুক দেখানো হবে।
যা পুরো অ্যানিমেল মুভির ভাবি ২ এর মত তাই বলছি সাবধানে মুভিটি দেখবেন। আর এরকম মুভি ও ওয়েব সিরিজের পোস্ট ও নিউজ দেখবার জন্য নোটিফিকেশন অন করে রাখুন।