দুটি মেয়ে যখন মাঝরাতে একটা লোকের বাড়িতে এসে উপস্থিত হয়- তারপর যা ঘটে!

আজকের এই আর্টিকেলটিতে আমরা এমন একটা মুভিকে এক্সপ্লেন করব যা দেখার পর আপনি পাগল হয়ে যেতে বাধ্য হবেন।

মুভিটি র শুরুতে এক Husband তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকতো। ফাদার্স ডে উপলক্ষে তার স্ত্রী, তার দুই সন্তানকে নিয়ে বাপের বাড়িতে ঘুরতে চলে যায়। তারা দুইদিন পরে আবার বাড়ি আসবে। আর এই দুই দিন বাড়িতে তার Husband একাই থাকবে।

Image Source: Rotten Tomatoes

তার স্ত্রী চলে যাওয়ার পর, রাতে ছেলেটি ড্রিংক করে এবং তারপর রাতে প্রচুর বৃষ্টি হয়। এই বৃষ্টিতে হঠাৎ তার ঘরের দরজা কেউ নক করে। তারপর সে উঠে গিয়ে দরজা খুলে দেয় এবং দেখে যে দুই সুন্দরী মেয়ে বৃষ্টিতে পুরো ভিজে গিয়ে দাঁড়িয়ে রয়েছে।

Image Source: IMDb

তাদেরকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করা হলে তারা বলে যে তারা ঠিকানা হারিয়ে ফেলেছে তাই জন্য তারা ভুল করে এখানে চলে এসেছে। লোকটি মেয়ে দুটোকে কিছুক্ষণের জন্য বাড়িতে থাকতে দেয়।

Image Source: Popsugar UK

আর তারপরই মেয়ে দুটি তাদের নগ্ন শরীর দেখিয়ে, ছেলেটিকে কামে বসিভূত করে। আর তারপর যা যা ঘটে তা দেখলে আপনার মাথা পুরো খারাপ হয়ে যাবে। আর এই মুভিটিতে কিছু নগ্ন সিন্স রয়েছে যা আপনার রাতের ঘুম কেড়ে নেবে।

Image Source: IMDb

মুভিটির প্রধান চরিত্রে রয়েছে Ana de Armas, Lorenza Izzo ও Keanu Reeves এবং এই সাইকোলজিক্যাল মুভিটির নাম হল Knock Knock । মুভিটি পুরোপুরি প্রাপ্তবয়স্কদের জন্য আর এই মুভিটি এখনো না দেখে থাকলে Amazon Prime এ গিয়ে দেখতে পারেন।

Leave a Comment