Nitesh Tiwari র Ramayana মুভির নাম কি তাহলে বদলে দেওয়া হল?
হ্যাঁ, Filmfare র অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে জানা গেছে যে Ramayana র Title Change করে একটা Working Title দেওয়া হয়েছে।
Ramayana movie name change:
সেই Title টির নাম হল “God Power”. এটা কি হলো? Ramayan এর মত পৌরাণিক গ্রন্থের ওপর বানানো মুভির নাম শেষ পর্যন্ত ইংলিশে?
Nitesh Tiwari হয়তো গ্লোবাল রিলিজ এর জন্য এই title টি ভেবেছে। Nitesh Tiwari র কাছে একটাই অনুরোধ গ্লোবাল সিনেমা বানানোর জন্য যেন originality ভুলে না যায়।
এছাড়াও Ramayana র ওপর আরো একটি নিউজ রয়েছে যে Ramayana এখন তিনটি part এ নয় দুটি part এ রিলিজ হবে। যার শুটিং একইসঙ্গে হবে।
Ramayana Movie release date:
350 দিনের একটানা শুটিং এরপর এই মুভিটি রিলিস করা হবে। তবে একটা part রিলিজ হওয়ার এক বছর পরে দ্বিতীয় part টি রিলিজ হবে।